Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মৃত্যুর আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ১০:২৮ এএম

করোনায় আগামী মার্চের মধ্যে ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে আরও সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ৫৩টি দেশে এরই মধ্যে করোনায় মৃত্যু ১৫ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আগামী মার্চের মধ্যে ৪৯টি দেশের আইসিইউতে ‘উচ্চ বা চরম চাপ’ থাকবে।
গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যেভাবে ইউরোপে করোনা জেঁকে বসেছে সে হিসেবে আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃত্যু ২২ লাখ ছাড়িয়ে যতে পারে। ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার ২০০ তে দাঁড়িয়েছে। শুধু রাশিয়াতেই দৈনিক মৃতের সংখ্যা সম্প্রতি ১ হাজার ২০০ ছাড়িয়েছে।
যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লুগ।
বিপুল সংখ্যক লোকের টিকা না নেওয়া এবং করোনার ডেলটা ধরণের কারণে ইউরোপে করোনা পরিস্থিতি এত ভয়বহতার দিকে গেছে বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ