Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কাল্পনিক বাকযুদ্ধ

হিলারি-ট্রাম্প বিতর্ক প্রায় ২০ লক্ষ বার উপভোগ করেন দর্শক

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভোট যুদ্ধের আগে চলছে কথার যুদ্ধ। কখনো জনসভায়, কখনো বা স্টুডিওতে। তবে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর অন্য এক যুদ্ধ দেখে রসিকজন অফুরান আনন্দ পাচ্ছেন। প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে সেই যুদ্ধ! সত্যিই তিন সপ্তাহের একটু বেশি সময়ে প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্পের ভীষণ মজাদার এক যুদ্ধ। কয়েকদিন আগে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক দেখে যারা হতাশ হয়েছেন তারা চাইলে এই প্রতিযোগিতাটা দেখতে পারেন। প্রতিযোগিতাটা অবশ্য কাল্পনিক। রাজনৈতিক বিতর্কের নামে কাদা ছোড়াছুড়ি না করে দুই প্রেসিডেন্ট প্রার্থী যে অন্যরকম সুস্থ প্রতিযোগিতাতেও একে অন্যকে হারানোর চেষ্টা করতে পারতেন, ছোট্ট এক ভিডিওতে তা-ই দেখানো হয়েছে। ভিডিওতে হিলারি আর ট্রাম্প সেজে নেচেছেন দুই মডেল। দুর্দান্ত নাচ। নাচের আগে ডিবেট, অর্থাৎ বিতর্কও ছিল। সেখানে ট্রাম্পকে প্রথমেই দু’হাত দেখিয়ে বলতে শোনা যায়, এই দেখুন, আমার হাতের আকারে কোনো সমস্যা নেই। হিলারি ক্লিনটন বলে ওঠেন, তিনি সত্যিই যদি মনে করেন যে তার কিছু লুকানোর নেই, তাহলে ট্যাক্স রিটার্ন বিষয়ক সমস্ত তথ্য প্রকাশ করছেন না কেন? প্রশ্নের প্রাথমিক ধাক্কা সামলে ট্রাম্পের জবাব, আমি সেটা ই-মেল করে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি সম্ভবত সেটা ডিলিট করে দিয়েছেন। এরকম মজার প্রশ্নোত্তর পর্বের পরেই শুরু হয় নাচের প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার নাম দেয়া হয়েছে, ড্যান্স ব্যাটেল, অর্থাৎ নাচের যুদ্ধ। সেই যুদ্ধে কে জিতেছেন? ভিডিওটি দেখেই বলুন। ইউটিউব, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাল্পনিক বাকযুদ্ধ

২১ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ