মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবেই অনুপযুক্ত ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন তার মেয়ে ইভাংকা ট্রাম্প। গত সোমবার ফাস্ট কোম্পানির সাময়িকীর কাছে পাঠানো বিবৃতিতে ট্রাম্পের বড় মেয়ে ইভাংকা বলেন, স্পষ্টভাবেই আমার বাবার মন্তব্য অনুপযুক্ত ও আপত্তিকর এবং আমার ভালো লেগেছে যে, বাবা এটা স্বীকার করেছেন। তিনি এ ব্যাপারে পরিবার ও আমেরিকার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ইভাংকা বলেন, আমার কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আমি আমার বাবাকে জানি। আর যারা তার সম্পর্কে লেখালেখি করছেন তারা জানেন না। এ কারণে তার সম্পর্কে যে লেখালেখি হয় সেগুলো যে ভুল তা বোঝার সামর্থ্য আমার আছে। বাবাকে রক্ষা করার চেষ্টা করছেন এমন অভিযোগের ব্যাপারে ইভাংকা বলেন, তার বাবা সমান অপরাধী, যিনি বিগত বছরগুলোতে পুরুষদের সম্পর্কেও বাজে কথা বলেছেন। ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনে কাজ করতে চান কিনা জানতে চাইলে ইভাংকা বলেন, সরকারের অংশ হওয়ার ব্যাপারে তার কোনো ইচ্ছা নেই। এদিকে, ডোনাল্ড ট্রাম্প একজন ভদ্রলোক এবং যেসব নারী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা মিথ্যা বলে দাবি করেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া এও বলেন, ট্রাম্পের বিতর্কিত ভিডিও টেপটি অগ্রহণযোগ্য। তবে তিনি যে মানুষটিকে চেনেন টেপের বক্তব্য তার সঙ্গে মেলে না। ট্রাম্পকে ‘বয় টক’ এর জন্য অপরাধী মনে করলেও টিভি উপস্থাপক বিলি বুশ নারীদের অবমাননা করে কথা বলার জন্য তাকে প্ররোচিত করেছেন বলেও মনে করেন মেলানিয়া। সিএনএন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, আমি জানি তিনি নারীদের সম্মান করেন। ট্রাম্পের কাছে যৌন নিগ্রহের শিকার হওয়ার ওইসব অভিযোগ ‘পরিকল্পিত’ এবং ডেমক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচার শিবির ও গণমাধ্যম প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের ক্ষতি করতে একজোট হয়ে এসব করছে বলেও মন্তব্য করেন তিনি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।