মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী সাবেক কংগ্রেসম্যান এডোয়ার্ডো চুনাহাকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি পেত্রোবাসের দুর্নীতির সাথে যুক্ত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়। বিচারক সের্গেই মোরোর আদালত বুধবার তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। চুনাহা’র বিরুদ্ধে কয়েক লক্ষ ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে, তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। কংগ্রেসের নিম্ন কক্ষের স্পিকার থাকাকালীন চুনাহা গত ডিসেম্বরে রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেন। যার পরিপ্রেক্ষিতে গত আগস্ট মাসে ভোটাভুটির মাধ্যমে রুসেফকে ক্ষমতা ছাড়তে হয়। চুনাহা গত জুলাই মাসে স্পিকার হিসেবে পদত্যাগ করেন এবং সেপ্টেম্বরে তার কংগ্রেসের আসনটিও ছেড়ে দেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।