মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের সেনাবাহিনী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ শক্ত ঘাঁটি মসুলে অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে সেখানকার বেসামরিক নাগরিকরা ব্যাপক হারে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, প্রথম দফায় মসুলের প্রায় নয়শ’ বেসামরিক নাগরিক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। মসুলের ৯ শতাধিক বেসামরিক নাগরিক সীমান্ত পেরিয়ে সিরিয়ায় গিয়ে সেখানকার শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আপাতত তাদের সীমান্তবর্তী সিরীয় শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে। পরে ইরাকে কোনো নিরাপদ স্থানে তাদের পাঠিয়ে দেয়া হবে। গত সোমবার ইরাকি বাহিনী মসুল অভিযান শুরুর পর এই প্রথম বেসামরিক নাগরিকদের এতবড় একটি দল সংঘর্ষ থেকে বাঁচতে নগর ছেড়ে পালাতে পেরেছে। বর্তমানে মসুলে প্রায় ১৫ লাখ মানুষ বাস করে যাদের মধ্যে পাঁচ হাজারের বেশি আইএস যোদ্ধা। ইরাকি বাহিনী মসুলের কাছাকাছি চলে আসলে আইএস যোদ্ধারা সেখানকার বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর। মসুলের এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, আইএস জেহাদিরা বাসিন্দাদের নগর ছেড়ে যেতে বাধা দিচ্ছে। তারা বেসামরিক নাগরিকদের বিভিন্ন ভবনে নিয়ে যাচ্ছে, যেগুলো বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও মসুলের বেসামরিক নাগরিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, আইএসআইএল এর কবল থেকে বেসামরিক নাগরিকদের পালিয়ে যেতে সাহায্য করতে যদি আমরা ব্যর্থ হই তবে আমাদের অসহায়ভাবে দাঁড়িয়ে থেকে আইএসের পুনরুত্থান দেখতে হবে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।