Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগেও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অভিযান চালানো হয়েছে

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার স্বীকার করে বলেছে যে, নরেন্দ্র মোদির সরকারের নির্দেশে সার্জিক্যাল স্ট্রাইকের আগেও ভারতীয় সেনারা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অভিযান চালিয়েছিল পাকিস্তানে। তবে অতীতের অভিযানগুলোর ধরনের চেয়ে এবারকার ধরন আলাদা বলে দাবি করা হয়েছে। অতীতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হলেও পাকিস্তানি ভূখ-ে ঢুকে জঙ্গি আস্তানা ধ্বংস করে দেয়ার ঘটনা এবারই প্রথম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এমন বক্তব্য দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইর প্রতিবেদনে দাবি করা হয়েছে, জয়শঙ্করের বক্তব্য বিকৃত করে প্রকাশ হচ্ছে। অতীত অভিযান থেকে এবারকার অভিযান ভিন্ন বলতে তিনি বুঝিয়েছেন, আগের অভিযানগুলোর খবর প্রকাশ করা হয়নি, কিন্তু এবারেরটি প্রকাশিত। কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার একপর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে বলে দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়। এ ঘটনাকে ভারতের দিক থেকে সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেয়ার চেষ্টা করা হলেও পাকিস্তান একে ক্রস বর্ডার ফায়ারিং বলে অভিহিত করেছে। ওই অভিযানের পরই ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এটাই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক নয়, অতীতেও এমনটা হয়েছে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করা হয়নি। আর বিজেপির নেতারা দাবি করেছেন, ভারতের স্বাধীনতার পর এধরনের সার্জিক্যাল স্ট্রাইক এটাই প্রথম। এই বিতর্কের মধ্যেই গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে দেশটির পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর জানান, এর আগেও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হামলা চালিয়েছে ভারত। তবে আগে কী ধরনের হামলা চালানো হয়েছিল তা বোঝাতে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক শব্দটি এড়িয়ে যান তিনি। জয়শঙ্করের দাবি, অতীতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অভিযান চালানো হলেও সেগুলো থেকে এবারকার সার্জিক্যাল স্ট্রাইকের ধরন আলাদা। এবারকার অভিযানের খবর প্রকাশ করা হলেও আগের সেসব অভিযানের খবর অপ্রকাশিত ছিল। তাছাড়া আগের সেসব অভিযান পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়নি বলেও দাবি করেন তিনি। জয়শঙ্কর বলেন, যদি এটা অতীতে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার প্রশ্ন হয়, তবে তার জবাব হ্যাঁ হবে। তবে প্রশ্নটা যদি এমন হয় যে, নিয়ন্ত্রণরেখার ওপারে অভিযান চালিয়ে অতীতেও সেনাবাহিনী জঙ্গি আস্তানা ধ্বংস করেছে কিনা, তবে তার জবাব হবে না। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগেও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অভিযান চালানো হয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ