Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট নগরীর পুকুর-দীঘি জলাশয় সংরক্ষণে কমিটি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১:৫৫ পিএম

সিলেট সিটি করপোরেশন এলাকায় পুকুর-দীঘিসহ জলাশয় সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে সকল জলাশয়ের তালিকা সিটি কর্পোরেশনের মেয়রের নিকট জমা দিতে বলা হয়েছে। সূত্র জানায়, গত ১০ নভেম্বর সিলেট মহানগরীর পুকুর-দীঘিসহ সকল জলাশয়ের তালিকা সংগ্রহে কমিটি গঠন করা হয়। ৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সিলেট সিটি কর্পোরেশনের আরবান প্লানার মো. তানভীর রহমান মোল্লাকে আহবায়ক, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. রাসেল নোমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ সাহেদা আক্তারকে সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের উপ-সহকারি প্রকৌশলী বিজিত চন্দ্র দে-কে করা হয়েছে সদস্য সচিব। মেয়র আরিফুল হক চৌধুরী স্বাক্ষরিত কমিটি গঠনের ওই পত্রে বলা হয়, গত ৩০ ডিসেম্বর সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরের জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে সভার সিদ্ধান্ত মোতাবেক সিলেট মহানগরীর পুকুর-দীঘিসহ সকল জলাশয়ের তালিকা সংগ্রহে কমিটি গঠন করা হল। ৩০ দিনের মধ্যে সরেজমিনে পরিদর্শন পূর্বক সিলেট মহানগরীর পুকুর-দীঘিসহ সকল জলাশয়ের তালিকা সংগ্রহ করে মেয়রের নিকট জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়। কমিটির আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের আরবান প্লানার মো. তানভীর রহমান মোল্লা এ বিষয়ে বলেন, কমিটিতে রয়েছেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও । আগামী ২৬ নভেম্বরের মধ্যে কমিটির সকলকে নিয়ে বসব। এরপর আলাপ আলোচনা করে আমরা কাজ শুরু করব। নির্ধারিত ৩০ দিনের মধ্যেই তালিকা তৈরি করে জমা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি গঠন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ