Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সউদী আরব শাখার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৮:২৭ পিএম

বিএনপির সউদী আরব পশ্চিমাঞ্চল শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে পুনরায় আহ্বায়ক এবং মীর মনিরুজ্জামান ত্বপনকে সদস্য সচিব পদে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি গঠনের অনুমোদন দেন।

কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এরা হলেন- আব্দুল মান্নান, কেফায়েত উল্লাহ চৌধুরী, ডা. আজফল খান আজাদ, গিয়াস উদ্দিন, জহির আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম, শাহজাহান সিরাজ, আবদুল্লাহ ফারুক তপন, ফারুক আল মাহমুদ, মোহাম্মদ মমিন, মোহাম্মদ আলী, মো. মঈন চৌধুরী, আলতাফ হোসেন, নুরুল আফসার চৌধুরী। পুনরায় আহ্বায়কের দায়িত্ব পাওয়া আহমদ আলী মুকিব এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি সউদি আরবসহ মধ্যপ্রাচ্য বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দেবো। মুকিব বলেন, আমরা মধ্যপ্রাচ্য সউদি আরবসহ বিএনপিকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল করার জন্য গতিশীল নেতৃত্ব প্রয়োজন বলেও তিনি মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিটি গঠন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ