Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কার্বন ডাই-অক্সাইড বাড়ায় দ্বীপ ছাড়ার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় ইতালির একটি দ্বীপের বাসিন্দাদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিপ্রবণ এলাকা ভুলকানো দ্বীপের স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ২৫০। এদের মধ্যে বেশিরভাগকেই ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। সম্প্রতি সেখানকার বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বিপজ্জনক হারে বাড়তে শুরু করায় এমন পদক্ষেপ নিয়ে কর্তৃপক্ষ। ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইডের কারণে মানুষ এবং তাদের পোষা প্রাণীরা শ্বাসপ্রশ্বাসজনিত নানা ধরনের সমস্যায় ভুগছেন। আয়োলিয়ান দ্বীপপুঞ্জের ভুলকানো দ্বীপে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৮০ টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ টন। এর ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করেছে বলে জানিয়েছে ইতালিয়ান ন্যাশনাল ইন্সটিটিউট ফর জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি)। গত ২১ অক্টোবর থেকেই বিপজ্জনক এই গ্যাসের পরিমাণ বাড়তে শুরু করে। সে সময়ই স্থানীয় বাসিন্দারা জানিয়েছিল যে, তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে এবং তাদের পোষা প্রাণীরাও নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। আয়োলিয়ান দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপের মধ্যে একটি লিপারি দ্বীপ। সম্প্রতি ওই দ্বীপের মেয়র ম্যাক্রোঁ জর্জিয়ানি বন্দর এলাকা খালি করার নির্দেশ দিয়ে একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। ওই এলাকা রেড জোন উল্লেখ করে বেসামরিক সুরক্ষা কর্মকর্তা এবং গবেষণার কাজে যুক্ত থাকা ছাড়া অন্যসব লোকজনকে সেখানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্বন ডাই-অক্সাইড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ