Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার হাজার ডলারের ছড়াছড়ি, কুড়িয়ে নিতে বন্ধ রাস্তা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১১:২৭ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের একটি প্রধান ফ্রিওয়েতে গত শুক্রবার হাজার হাজার ডলার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেই টাকা তুলে নিতে রাস্তার মাঝখানেই গাড়ি থামিয়ে নেমে পড়েন চালকরা। ফলে দেখা দেয় বিশৃঙ্খলা।

মূলত ফেডারেল রিজার্ভের দিকে যাওয়া একটি সাঁজোয়া ট্রাকের দরজা অসাবধানতাবশত খুলে যাওয়ায় এই বিপত্তি ঘটে। কেউ কেউ মনে করেন এই টাকা তুলে নেয়াটা দোষের কিছু নয়। কিন্তু এটি বেআইনি এবং যাদের কাছে সেই টাকা রয়েছে, সেগুলো ফেরত দেয়ার জন্য ২৪ ঘণ্টারও আল্টিমেটাম দেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশের সার্জেন্ট কার্টিস মার্টিন এক সংবাদ সম্মেলনে বলেন, মানুষ যে সড়ক থেকে টাকা কুড়িয়ে নিয়েছে, চুরি করেছে, তার যথেষ্ট ভিডিও ও প্রমাণ হাতে আছে। তিনি জানান, রাস্তায় হাজারো নোট ছড়িয়ে পড়েছিল। এগুলোর মালিক একটি ব্যাংক। যারা রাস্তা থেকে ডলার কুড়িয়ে নিয়েছে, তাদের অবশ্যই পুলিশ স্টেশনে তা হস্তান্তর করতে হবে বলেও জানান তিনি।

যারা দ্রুত সময়ের মধ্যে কুড়িয়ে নেয়া ওই ডলার হস্তান্তর করবে না, তাদের ফুটেজ দেখে চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ। কার্টিস মার্টিন বলেন, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বাড়ির দরজায় আমরা কড়া নাড়তে যাওয়ার আগেই ভালোয় ভালোয় নোটগুলো ফেরত দেওয়া উচিত। এ ঘটনায় এখন পর্যন্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তি রাস্তায় ছড়িয়ে পড়া ডলার কুড়িয়ে নিয়ে পালানোর পরিকল্পনা করেছিল। তবে ভুল করে গাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয়ায় পালাতে পারেননি তারা।

শুক্রবার একটি ব্যাংকের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করে খুলে গেলে সড়কে নোটগুলো ছড়িয়ে পড়ে। সান দিয়েগো কাউন্টির ইন্টারস্টেট-ফাইভের রাস্তায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডলারে ছেয়ে গেছে সড়ক। উড়ে বেড়াচ্ছে কিছু নোট। এমন দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি ওই সড়কে থাকা যাত্রীদের অনেকে। গাড়ি থামিয়ে হুড়মুড়িয়ে ডলার কুড়াতে শুরু করে তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নোটগুলো না কুড়াতে অনুরোধ জানানো হয়। কেউ কেউ পুলিশের অনুরোধে সাড়া দিলেও অনেকে কুড়িয়ে নেয়া ডলারগুলো নিয়ে পালিয়ে যায়। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে ডেমিবাগবি নামের একজন লিখেছেন, ‘আগে কখনো এমনটা দেখেছেন? আপনি হলে কী করতেন?’ সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডলার

৪ ফেব্রুয়ারি, ২০২৩
৬ জানুয়ারি, ২০২৩
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ