Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণার্থীদের সহায়তার আহ্বান জানিয়ে পোল্যান্ডে সমাবেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ইউরোপে প্রবেশে ইচ্ছুক শরণার্থী ও অভিবাসীদের সহায়তার জন্য অনুমতি দিতে পোল্যান্ড সরকারকে আহ্বান জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরণার্থীদের সহায়তা করতে ইচ্ছুক একদল স্বেচ্ছাসেবক খ্যাইনুফকা শহরে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উইম্যানস কংগ্রেস অব ভ্রৎসওয়াফের সদস্য জোয়ানা স্ট্যানিৎজিক বলেন, শরণার্থীরা মৃত্যু থেকে পালিয়ে এসেছে। তারা নিজেদের জীবন নিয়ে যুদ্ধ করছে। তারা আমাদের শত্রু নয়। সমাবেশে অংশগ্রহণকারীরা বন মানুষের আশ্রয়ের জায়গা নয় স্লােগান দেন। বেলারুশ সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে খ্যাইনুফকা শহরের এই সমাবেশের আয়োজনকারীরা সরকারের কাছে সীমান্তে গিয়ে শরণার্থীদের খাদ্য, শীতের পোশাক ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের অনুমতি দেয়ার আহ্বান করেন। গত আগস্ট থেকেই বেলারুশ সীমান্তের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুনিয়া, লাটভিয়া ও পোল্যান্ড বেলারুশ থেকে অনিয়মিত সীমান্ত পারাপার বেড়ে যাওয়ার বিষয়ে অভিযোগ করে। চলতি বছর বেলারুশ থেকে আট হাজারের বেশি লোক ইউরোপ প্রবেশের চেষ্টা করেছে। গত বছর এই সংখ্যা ছিলো এক শ’ ৫০ জন। এই ঘটনার জেরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বেলারুশের বিরুদ্ধে তাদের দেশে শরণার্থী ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার অভিযোগ করে। বেলারুশের দীর্ঘদিনের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত বছরের আগস্টে ষষ্ঠবারের মতো নির্বাচনে জয় লাভ করেন। বিজয়ী হওয়ার পর তিনি বিরোধীদের প্রতি দমন অভিযান শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের জেরে ইউরোপীয় ইউনিয়ন দেশটির সরকারের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার প্রতিশোধে শরণার্থী প্রবেশের পথ করে দিয়ে বেলারুশ ইউরোপীয় ইউনিয়নকে পাল্টা চাপে ফেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগের জেরে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে পোলিশ সরকার গত ৩১ আগস্ট থেকে জরুরি অবস্থা জারি করে। এর আওতায় স্থানীয় বাসিন্দা ছাড়া ওই এলাকায় সকলের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার ফলে নারী ও শিশুসহ অন্তত দুই হাজার শরণার্থী সীমান্তে আটকা পড়েছিলেন। তীব্র শীতের মধ্যে এই সীমান্তে জড়ো হওয়া এই শরণার্থীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সীমান্তে বৈরী পরিবেশে অবস্থানকারী শরণার্থীদের মধ্যে অন্তত ১২ জনের মৃত্যু হয়। বেলারুশ-পোল্যান্ড সীমান্তে নিষেধাজ্ঞার প্রতিবাদে শরণার্থীরা পরে বিক্ষোভ করেন। এছাড়া তারা জোর করে পোল্যান্ডে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়লে সীমান্তরক্ষীদের সাথে সংঘর্ষে জড়ান। সীমান্তে অস্থিরতার জেরে বৃহস্পতিবার বেলারুশ সরকার শরণার্থীদের সীমান্ত থেকে সরিয়ে কাছাকাছি এক আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোল্যান্ডে সমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ