Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জবি প্রতিনিধি : পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১তম বিশ্ববিদ্যালয় দিবস এবং ১৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকীকে বরণ করে নিতে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস মাতাতে আসছে বাংলাদেশের নন্দিত ব্যান্ডশিল্পী নগর বাউল জেমস। শুধু তাই নয় নানা ধরনের আয়োজনের মাধ্যমে দিনটি অতিবাহিত করার অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থীরাও প্রাণবন্ত। এরই মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন রংয়ের নানা ধরনের টি-শার্ট তৈরি করেছে। তাছাড়া বিভিন্ন ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুনতো আছেই। অনেকেই আবার আরপনা একে সাজিয়েছেন প্রাণের ক্যাম্পাসকে। বিশ্ববিদ্যালয় দিবসে নানা আয়োজনের মধ্যে রয়েছে, সকাল ৯.১০টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুসজ্জিত শোভাযাত্রাটি ভিসি মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনার চত্বর হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে, ভিক্টোরিয়া পার্ক পরিক্রমন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপ্ত হবে। এরপর সকাল ১১টায় রয়েছে সঙ্গীত বিভাগের উদ্যোগে সংগীতানুষ্ঠানের আয়োজন। বেলা ১২টায় আলোচনা সভা এবং দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নাট্যকলা বিভাগের দ্বিতীয় আবর্তন শিক্ষার্থীদের নাট্য প্রযোজনায় শান্তিরঞ্জন দে রচিত গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে বাংলাদেশের নন্দিত ব্যান্ডশিল্পী নগর বাউল জেমসের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ