Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে হাফ ভাড়া নি‌তে কথা কাটাকাটি: ছাত্রী‌কে ধর্ষ‌ণের হুম‌কি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১০:৪২ এএম

এবার রাজধানীতে বাসে হাফ ভাড়া দেয়ায় ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন ব‌লে অভি‌যোগ ক‌রেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী। শনিবার সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ঘটনা‌টি জানান ঐ ছাত্রী।

অভিযোগকারী ঐ ছাত্রী বজানান, আ‌মি ক‌লে‌জে যাওয়ার উ‌দ্দে‌শ্যে শ‌নিরআখড়া থে‌কে ঠিকানা প‌রিবহ‌নের বা‌সে উঠি। এখান থে‌কে ক‌লে‌জের ভাড়া ১০টাকা। ‌কিন্তু আজ‌কে আমার থে‌কে ১৫ টাকা ভাড়া রাখা হয়। আ‌মি ‌নি‌জে‌কে শিক্ষার্থী দাবি করে ১০ টাকা ফেরত চাই‌লে হেলপার আমার সা‌থে খারাপ ভাষায় কথা ব‌লে এবং নামা‌র সম‌য়ে আমা‌কে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারী‌রিক নির্যাত‌নের হু‌মকি দেয়। যা প্রকাশ‌যোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর ম‌নে রাখ‌তে পা‌রি‌নি।

তিনি আরও লিখেন, প্র‌তি‌দিন আমা‌দের এমন ভোগা‌ন্তি‌তে পড়তে হয় এবং বাসগু‌লো আমা‌দের তুল‌তে চায় না। প্র‌তি‌দিন এখান থে‌কে অনেক মে‌য়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ