নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ একটি ইনিংস দিয়েছেন উপহার। ফর্মে ফেরা সেই ইনিংসে পেয়েছেন হাততালিও। তারপরও মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। একা একা নেটে অনুশীলন করছেন, কৌতূহলী মিডিয়াকে এড়িয়ে চলেছেন। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের জন্য শেষ ৩ বলে ২ রানের সহজ টার্গেটের সামনে দাঁড়িয়ে অপরিণামদর্শী শটে হয়ে উঠলেন খলনায়কÑসেই থেকে মিডিয়ার সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন মুশফিকুর। টেস্ট অধিনায়ক বলেই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসতে হয়েছে, প্রশ্নের উত্তর, ব্যাখ্যা দিতে হয়েছে মুশফিকুরকে। অধিনায়ক বলে সম্বোধন করায় দিলেন একগাল হাসি মুশফিকুরÑ‘অনেক দিন পর শুনলাম যে কেউ ক্যাপ্টেন বলল। শুনে ভালোই লাগল।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজের প্রথম ২ ম্যাচে পাননি রান। তবে ফর্মে ফিরতে ক্রিকেটে মনোযোগ দিতে মিডিয়াকে এড়িয়ে চলেছেন বলে জানিয়েছেনÑ‘আসলে মনোযোগ একটা সুনির্দিষ্ট জায়গায় রাখতেই এমনটি হয়েছে। আমি ভাবছিলাম অন্যান্য দিকে মনোযোগ না দিয়ে যদি নিজের কাজগুলো ভালোভাবে করতে পারি, অন্তত যেনো বেশি সময় দিতে পারি- তাহলে সেটা আমার জন্য ভালো হবে। এর বাইরে তেমন কোনও কিছু নেই। আর শেষ ১৪ মাসে খেলা ছিল না তাই দেখা হয় না। হয়ত খেলা হলে নিয়মিত দেখা হতো। নিজের কাজের প্রতি মনোযোগটা দিতে চেয়েছি। যেভাবে চেয়েছি, সেভাবে হয়নি। তবে আমি চেষ্টা করেছি দলের জন্য, নিজের জন্য ভালো হয় এমন কিছু করতে।’ এখন থেকে নিয়মিত মিডিয়ার সঙ্গে কথা হবে, দেখা হবে, তার জন্য মিডিয়ার কাছে ইতিবাচক প্রশ্ন করার অনুরোধ করেছেন মুশফিকুরÑ‘এখন থেকে চেষ্টা করব মাঠের ভেতরে ভালো পারফরম্যান্স করার, দল হিসেবে ভালো করার। তাহলে হয়ত আপনারাও উল্টা-পাল্টা প্রশ্ন করার সুযোগ পাবেন না! আপনারা যদি এতটুকু সাহায্য না করেন, তাহলে খুব কঠিন হয়ে যায়।’
ঝিনাইদহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, জেলা ক্রীড়া উন্নয়ন কর্মকর্তা সুমন কুমার মিত্র। অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালবাড়ি কাস্টসাগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।