নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গতিসম্পন্ন ডেলিভারি কার- এ প্রশ্নের উত্তর মুখেই লেগে থাকার কথা। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। অর্থাৎ ঘণ্টায় ১০০.২ মাইল গতিতে বলটি করেছিলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সবচেয়ে গতিসম্পন্ন বল। তবে কিছুক্ষণের তাকে ছাড়িয়ে গিয়েছিলেন তারই স্বদেশি হাসান আলি!
ম্যাচে স্পিডগানে বোলারের যে গতি দেখায়, সেটাই প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়। স্পিডগান ভুল করলে সে হিসাবটা পরে বোঝা যায়। কিন্তু ভুলটা ধরা পড়ার আগপর্যন্ত ঠিকই বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ে। গতপরশু শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে এমন বিস্ময়কর ভুলই চোখে পড়েছে সবার।
বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় ওভারে বল করতে আসেন পেসার হাসান আলী। তার দ্বিতীয় ডেলিভারির গতি স্পিডগানে দেখায় ঘণ্টায় ২১৯ কিলোমিটার! অর্থাৎ মাইলের হিসাবে ঘণ্টায় ১৩৬.১ মাইল গতিতে বল করেছেন হাসান আলী। আসলেও কি তাই? বিজ্ঞানসম্মতভাবেই তো এত গতিতে মানুষের পক্ষে বল করা অসম্ভব!
পরে জানা যায়, স্পিডগানে কারিগরি ত্রুটির কারণে তা হাসানের ওই ডেলিভারিতে ভুল গতিসীমা দেখায়। ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া পড়ে যায়। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান মজা করে টুইট করেন, ‘বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার হওয়ায় হাসান আলীকে অভিনন্দন। শোয়েব আখতার এখন দ্বিতীয় সেরা। হা হা মজার ভুল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।