Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলে ভর্তিতে লটারি স্বচ্ছ করার দাবি অভিভাবক ঐক্য ফোরামের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে করার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল শনিবার মতিঝিলে সংগঠনটির এক সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। উপস্থিত ছিলেন মো. বেলায়েত হোসেন, ফাহিম উদ্দিন আহমেদ, আলহাজ মোঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, খন্দকার আবু জাফর, জাকির হোসেন প্রমুখ। সভায় এক প্রস্তাবে বলা হয়, করোনাকালে গত বছরে স্কুল ভর্তিতে কোন কোন বেসরকারি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের লটারি বর্হিভূত পরিচালনা কমিটির রেজুলেশন নিয়া টাকার বিনিময়ে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়েছে। এটি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য ভর্তি নীতিমালা বর্হিভূত অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চূড়ান্ত চাকরিচ্যূতি করার ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট অনুরোধ করা হয়। অপর প্রস্তাবে মেট্রোপলিটন সিটি এলাকায় সব শিক্ষার্থীর জন্য সড়ক পথে যাতায়াতে পরিবহনে হাফ ভাড়া নেয়ার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুল ভর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ