Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবকে হারালো তামীম

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পিএসএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেললেন সাকিব আল হাসান ও তামীম ইকবাল। গতকাল শারজার শ্বাসরুদ্ধকর ঐ ম্যাচে সাকিবের করাচি কিংসকে ৩ রানে হারিয়েছে তামীমের পেশোয়ার জালমী। টস জিতে ব্যাট করতে নেমে পেশোয়ারের ভালো শুরু শুরু এনে দেন তামীম। ৩৫ বলে ৩ চারের সাহায্যে ৩৭ রান করে আউট হন বাংরাদেশের এই ড্যাশিং ওপেনার। এছাড়া হাফিজের ৫৯ রানে ভর করে করেন। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে জালমি। বল হাতে ব্যর্থ ছিলেন সাকিব, ২ ওভার উইকেটহীন ২৬ রান দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জবাবে ব্যাট করতে নেমে করাচির শুরুটা ভালো হয়নি। ৪৮ রানেই ৫ উইকেট হারায় করাচি। ব্যাট হাতেও ব্যর্থ সাকিব আউট হন মাত্র ১ রানে। জেমস ভিন্স (৪৪), বোপারার (৬৭) ব্যাটে কিছুটা আশা জাগলেও নাটকীয়ভাবে হেরে যায় সাকিবের করাচি (১৭৯/৯)। ৪ ম্যচের টানা তিনটিতে হারা করাচির অবস্থান টেবিলের চারে। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পেশোয়ার জালমী (৬)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিবকে হারালো তামীম

১২ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ