মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলে নাফতালি বেনেটের নেতৃত্বের বর্তমান সরকারকে আগের সব সরকারের চেয়ে ‘জঘন্যতম’ হিসেবে মন্তব্য করেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট দফতরের এক মুখপাত্র। বৃহস্পতিবার ফিলিস্তিনি রেডিও ভয়েস অব প্যালেস্টাইনের সাথে এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন নাবিল আবু রুদাইনা নামের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের জনগণ এক নাগাড়ে বিভিন্ন ইসরাইলি সরকারের মুখোমুখি হয়েছে যারা শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার যে কোনো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। বর্তমান দখলদার সরকার দৈনিক হত্যাকাণ্ড ও অন্যান্য যুদ্ধাপরাধের মাধ্যমে তাদের পূর্বসূরীদের ছাড়িয়ে গিয়েছে।’ আবু রুদাইনা সতর্ক করে বলেন, ‘ফিলিস্তিনি নেতৃত্ব আন্তর্জাতিক আইন লংঘন করার অপরাধের দায়ে আন্তর্জাতিক ফোরামসমূহে ইসরাইলকে অভিযুক্ত করার আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন।’ তিনি জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রামাল্লায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ডের সাথে এক বৈঠক করেন। বৈঠকে আব্বাস জেরুসালেমের অবস্থান ও মর্যাদা পরিবর্তনে ইসরাইলের যে কোনো চেষ্টার প্রতি সতর্কতা জানান। এই ধরনের চেষ্টা পরিস্থিতিকে গুরুতর করবে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে নস্যাৎ করবে বলে জানান তিনি। ভয়েস অব প্যালেস্টাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।