বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতদের লাশ এক সপ্তাহেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও লাশ ফেরতের দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতে অভ্যন্তরে গিয়ে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এতে ভাষানী (৪০) ও ইদ্রিস আলী (৪২) নামের দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। কিন্তু ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এখনো লাশ ফেরত দেননি বিএসএফ।
এদিকে লাশ ফেরত না পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন পার করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।