গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ডেমরায় পিস্তল, গুলি ও সুইচ গিয়ার চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ডেমরার নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্রহ্মণগাঁও গ্রামের মো. কবির হোসেনের ছেলে হাসিবুল হোসেন শান্ত ও পটুয়াখালীর গলাচিপা থানার চিকনিকান্দি গ্রামের তৈয়ব শিকদারের ছেলে মো. মশিউর শিকদার। বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার পর শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধের জন্য সংকেত দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।