মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও চীন নিজেদের সম্পর্কে খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনোমিক ফোরামে ‘গ্রেটার পাওয়ার কম্পিটিশন : দ্য ইমার্জিং ওয়ার্ল্ড অর্ডার’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এবং এতে কোনটা ঠিক হচ্ছে না তা চীন জানে না। আমার কাউন্টারপার্ট ওয়াং ই এর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি। আপনারা প্রত্যক্ষ করেছেন, আমি স্পষ্টভাবে বলেছি, যৌক্তিকভাবে বুঝিয়েছি স্পষ্টতার কোনও ঘাটতি নেই, ফলে তারা যদি এটা শুনতে চায় তাহলে নিশ্চিতভাবে আমি তাদের শুনিয়ে দেবো।’ পূর্ব লাদাখে চীনের সঙ্গে সেনা সংঘাতের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সম্পর্কের মধ্যে বিশেষ খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছি কারণ তারা চুক্তি ভঙ্গের এক ঝাঁক পদক্ষেপ নিয়েছে, যার জন্য তারা এখনও কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দেয়নি। আর সেই কারণে তারা আমাদের সম্পর্ক কোথায় নিতে চায় তা পুনর্বিবেচনা করতে হচ্ছে, কিন্তু সেই উত্তর তাদেরই দিতে হবে।’ পানগং লেক এলাকায় সহিংস সংঘাতের পর গত বছরের মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। উভয় পক্ষই পর্যায়ক্রমে ওই এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বাড়ায়। ওই উত্তেজনার জেরে গত বছরের জুনে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় জড়ায় দুই দেশের সেনারা। কয়েক দফা সামরিক ও কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষ পানগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু করে। ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।