Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ রেঞ্জে নামছেন বাকী

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

জাহেদ খোকন গৌহাটি (ভারত ) থেকে : সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১২তম আসরের শুটিং ডিসিপ্লিনে আজ সকালে গৌহাটির কাহালিবাড়ি শুটিং রেঞ্জে নামবেন বাংলাদেশের নির্ভরতার প্রতীক আব্দুল্লাহ হেল বাকী। গেমসর ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকীকে লড়তে হবে স্বাগতিক ভারতের শুটার গগন নারায়ন, চেইন সিং, ইমরান খানদের সঙ্গে। গগন নারায়ণতো দেশের হয়ে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছেন। আর ইমরান খান ২০১০ ঢাকা এসএ গেমসের স্বর্ণপদক জয়ী শুটার। এ ইভেন্টে লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।
গতকাল কাহালিবাড়ি শুটিং রেঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হলো ৫০ মিটার এয়ার রাইফেল প্রোণ ইভেন্টে। এতে স্বাগতিক ভারতের গগন নারায়ণ ও চেইন সিং প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের সঙ্গে ছিলেন দু’জন পাকিস্তানী শুটারও। খেলায় একবার গগন এগিয়ে যান, তো অন্যবার চেইন সিং তাকে পেছনে ফেলেন। প্রত্যেকটি শুটেই লিডার বোর্ড থেকে চিৎকারে মেতে উঠছিলেন ভারত ও পাকিস্তানীরা। অবশেষে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর স্বদেশী কৃতী শুটার গগনকে হারিয়ে চেইন সিংই জিতে নেন স্বর্ণপদক।
আর এ দু’জনের কারণেই আজ বাকীর জন্য সতর্কবার্তা থাকছে। কারণ গগন আর চেইনও লড়বেন বাকীর সঙ্গে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। যদিও কেবল বাকীই নন, রিয়াসাত ও শোভন চৌধুরীও থাকবেন তার সহযোদ্ধা হিসেবে। তারপরও এই ইভেন্টে স্বর্ণের জন্য বাংলাদশের বাজি আবদুল্লা হেল বাকীর পক্ষেই।
বাংলাদেশ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের অন্যতম এক নাম আবদুল্লা হেল বাকী। ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসাগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের অভিনব বিন্দ্রার কাছে হেরে ২০২.১ স্কোর করে রুপা জিতেছিলেন তিনি। তবে এখন অলিম্পিক ছাড়া আঞ্চলিক গেমসে খেলেন না বিন্দ্রা। তাই এবার গৌহাটি-শিলং এসএ গেমসে বাকীকে নিয়েই যত আশা বাংলাদেশের। ঢাকা এসএ গেমসে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এককে রুপা জিতেছিলেণ বাকি। আর দলীয় ৫০ মিটার রাইফেল প্রোণ ও ৫০ মিটার রাইফের থ্রি পজিশনে আরও দু’টি রৌপ্য জেতায় অবদান রাখেন তিনি। কিন্তু এবারের দৃশ্যপট অকেটাই ঘোলাটে। ইতিমধ্যে বাকী রেঞ্জে নামার আগেই ৫০ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ শুটার শাকিল আহমেদ। একই প্রত্যাশা বাকীর কাছ থেকেও। তাই বাকীর উপর চাপটা একটু বেশিই। সেই চাপ নিয়ে আজ পারবেন তো দেশের হয়ে পঞ্চম স্বর্ণপদকটি কি এনে দিতে বাকী? অবশ্য সময়ই তা বলে দেবে।
চলতি বছরের আগস্টে ব্রাজিলের রিওডি জেনেরিওতে বসবে অলিম্পিক গেমস। বিশ্বসেরা এই ক্রীড়া আসরের শুটিং ডিসিপ্লিনে পদক জয়ের আশায় নিজেদের প্রস্তুত করছেন ভারতীয় শুটাররা। যদিও এমনিতেই অলিম্পিক শুটিংয়ে সেরা ভারতীয় অভিনব বিন্দ্রা। তবে রিও অলিম্পিককে সামনে রেখে এসএ গেমসকে প্রস্তুতিমূলক হিসেবেই ধরে নিয়েছে স্বাগতিকরা। তাই এখানে বেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। নিজেদের ঝালিয়ে নিচ্ছেন এসএ গেমসে। তারপরও প্রতিদ্বন্দ্বিতার কমতি নেই। নিজ দেশের শুটারদের সঙ্গেই বাজি রেখে লড়ছেন অলিম্পিকে যেতে। সেক্ষেত্রে আজও যে বাকীর জন্য হুমকি হবেন গগন ও চেইন সিং, তা বলার অপেক্ষা রাখে না। প্রতিপক্ষদের নিয়ে চিন্তিত বাকী নিজেও, ‘আমার প্রতিদ্বন্দ্বী শুটার বেশ শক্ত। একজন অলিম্পিয়ান পদক জয়ীও আছেন। কাল (আজ) আমি আমার সেরাটাই দিতে চাই। শুটিংয়ে ফাইনাল শটটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। ফাইনাল শটে অনেক কিছুই নির্ভর করে। এটার জন্য মনোযোগ ধরে রাখাটা জরুরী।’ নিজের ইভেন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাকী। স্বাভাবিক যে স্কোরটা তিনি এ ইভেন্টে করে থাকেন, সেটা করতে পারলেও নাকি স্বর্ণ জয়ের সম্ভাবনা আছে তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ রেঞ্জে নামছেন বাকী

১২ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ