মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের সঙ্গে সম্পর্কের দায়ে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিলের সদস্য আহমদ জাইন আন-নাজাহকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ।
এ সময় গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সহযোগীকেও। বুধবার এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়া পুলিশ।
খবরে বলা হয়, ওই আলেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি আল কায়েদা-সংশ্লিষ্ট জেমাহ ইসলামিয়া (জেআই) গ্রুপের জন্য তহবিল সংগ্রহ করছিলেন। গ্রুপটি ২০০২ সালে বালির নাইটক্লাবে বোমা হামলা চালানোর জন্য অভিযুক্ত। ওই হামলায় নিহত হয়েছিল দুই শতাধিক মানুষ।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র রুশদি হারটোনো জানান, তাদের (আহমদ জাইন আন-নাজাহ) গ্রেফতারে গত মঙ্গলবার জাকার্তার কাছে অভিযান চালানো হয়। তিনি আরও জানান, জেআই শিক্ষা ও সামাজিক কর্মকান্ডের জন্য তহবিল পেতে একটি দাতব্য সংস্থা স্থাপন করে। এর মধ্যে কিছু তহবিল জেআই নিজেদের সংগঠিত করতে ব্যবহৃত করে থাকে।
আর আহমদ জাইন আন-নাজাহ দাতব্য সংস্থাটির ধর্মীয় বোর্ডের সদস্য। জাকার্তাসহ সুমাত্রা এবং জাভা দ্বীপপুঞ্জের শহরগুলোতে কাজ করছিল সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।