Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মার্ক জাকারবার্গকে লিগ্যাল নোটিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ ৫ জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ফেসবুকে বিদ্বেষমূলক ও হিংসাত্মক কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণ করতে সরকারকে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে ব্যারিস্টার তাপস কান্তি বল এই নোটিশ দেন। রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরটি) চেয়ারম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জননিরাপত্তা) সচিব, ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালক ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। আগামী তিন দিনের ব্যবস্থা গ্রহণ না করা হলে, হাইকোর্টে রিট করা হবে বলে জানান আইনজীবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ