Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার মেসি-ইনিয়েস্তায় চোখ বার্সার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

বার্সেলোনায় চলছে প্রত্যাবর্তন পর্ব। গত মার্চ মাসে বার্সেলোনাকে সোনালি সময় দেখানো সভাপতি হোয়ান লাপোর্তা ফিরেছেন দ্বিতীয় মেয়াদে। এই নভেম্বরেই ক্লাবকে হতাশা থেকে উদ্ধার করতে ফেরানো হয়েছে ক্লাব কিংবদন্তি জাভিকে। জাভি কোচ হিসেবে ফিরতে না ফিরতেই তার সাবেক সতীর্থ দানি আলভেজকে ফিরিয়ে এনেছে বার্সেলোনা। ৩৮ বছর বয়সী আলভেজ অবশ্য খেলোয়াড় হিসেবেই ফিরেছেন।
আলভেজের ফেরার আনন্দের মাঝেই সমর্থকদের আরেকটু আশাবাদী করে তুলেছেন ক্লাব সভাপতি লাপোর্তা। সমর্থকদের আরও দুই প্রিয় মুখকেও ফেরানোর আশা দেখাচ্ছেন তিনি। ২০১৮ সালে ক্লাব ছেড়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তা ও তিন মাস আগেই ক্লাব ছাড়া লিওনেল মেসির ফেরার ব্যাপারেও আশা ছাড়তে মানা করেছেন ক্লাব সভাপতি।
সাবেক কোচ ও ক্লাব কিংবদন্তি রোনাল্ড কোমান এ মৌসুমে বার্সেলোনাকে হতাশ করছিলেন, চ্যাম্পিয়নস লিগে গ্রুপে মূল দুই প্রতিপক্ষের কাছে হেরেছে বার্সেলোনা। লা লিগায় ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলার যোগ্য দলগুলোর বাইরে আছে বার্সা। একের পর এক হতাশামাখা পারফরম্যান্সের পর কোমানকে ছাঁটাই করেছেন লাপোর্তা। আর তাতেই বহুদিন ধরেই বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে জাভির। মাসের শুরুতেই জাভির বার্সেলোনায় ফেরার কথা জানানো হয়েছে।
জাভির পর ফিরেছেন আলভেজ। রাইটব্যাক পজিশনে এই ব্রাজিলিয়ান বিদায় নেওয়ার পর তার অভাব পূরণে কম চেষ্টা করেনি বার্সেলোনা। ক্লাবের একাডেমি থেকে বেড়ে ওঠা অগতির গতি সের্হি রবার্তো ছিলেন। এরপর নেলসন সেমেদো, সের্হিনিও দেস্তকে কেনে তারা। এমারসন রয়ালকে কিনে আবার বিক্রিও করে বার্সা। অস্কার মিনগেজাকে সেখানে খেলানো হয়েছে। কিন্তু দানি আলভেজের সৃষ্টিশীলতা ও রক্ষণের মিশেল কারও মধ্যেই পাওয়া যায়নি। তাই সাড়ে পাঁচ বছর পর আলভেজকেই আবার ফিরিয়ে এনেছে কাতালান ক্লাব।
এদিকে ২১ বছরের সম্পর্ক শেষ করতে বাধ্য হওয়া মেসি কিছুদিন আগেই ক্লাব ছেড়েছেন। ইনিয়েস্তা তো ২০১৮ সাল থেকেই জাপানের ভিসেল কোবেতে ঠাঁই নিয়েছেন। দানি আলভেজকে ক্লাবে বরণ করার অনুষ্ঠানে এসে লাপোর্তা সবাইকে এ দুজনের ব্যাপারেও আশাবাদী করে তুলেছেন, ‘আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে চাই না। দানির ক্ষেত্রে ঘটেছে—বয়স শুধুই একটা সংখ্যা। তারা দুজন অসাধারণ খেলোয়াড়। ভবিষ্যতে কী ঘটতে পারে, সেটা বলতে পারব না। তারা এখনো অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ এবং সেখানে খেলছেন। তবে জীবনে কখন কী ঘটে, কেউ বলতে পারে না।’
এদিকে পিএসজিতে এখনো নিজের সেরা রূপ দেখাতে পারেননি মেসি। দলে যোগ দেওয়ার পর চোট ও ফিটনেসের সমস্যা তাঁকে মাত্র আট ম্যাচে মাঠে নামতে দিয়েছে। নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার এই সময়টাতেও বার্সেলোনার প্রতি ভালোবাসা জানিয়েছেন মেসি।
গত মাসে এক সাক্ষাৎকারে বলেছেন, পিএসজির চুক্তি শেষ হলে বা এর পরে কোনো না কোনো সময় বার্সেলোনায় ফিরতে চান, ‘সব সময় বলেছি, আমি ক্লাবকে সাহায্য করতে পারলে খুশি হব। যদি কোনো সম্ভাবনা থাকে, আমি আবার অবদান রাখতে চাই। কারণ, এই ক্লাবকে আমি ভালোবাসি এবং এটা ভালো থাকুক, উন্নতি করুক এবং বিশ্বের সেরা ক্লাবের কাতারে থাকুক, এটাই চাই।’
ওদিকে বার্সেলোনায় ১৬ বছর কাটানো ইনিয়েস্তাও ক্লাবটিতে ফিরতে আগ্রহী। জাভির কোচ হওয়ার খবরে বলেছিলেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী ঘটবে, জীবনে কোনো এক সময় আমি বার্সেলোনায় ফিরতে চাই। কোন ভূমিকায়, সেটা জানি না। বার্সেলোনায়, আমার ঘরে আবার ফিরতে চাই, কোনো এক উপায়ে সাহায্য করতে চাই, কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোখ বার্সার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ