Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশীলনে পতাকা ওড়ানোর কারণ জানাল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

অনুশীলনের সময় মাঠের একপাশে লাগানো থাকে দেশের পতাকা- পাকিস্তানের অনুশীলনে এখন খুব পরিচিত দৃশ্যই এটা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর বাংলাদেশেও দেখা গেছে এটি। বিদেশের মাটিতে এভাবে পতাকা লাগানোর কারণটা এবার ব্যাখ্যা করেছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের আগের দিন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সেটার উত্তরে দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার বলেছেন, ‘আগেও বলেছি, সাকলাইন মুশতাক কোচ হওয়ার পর থেকে তার কোচিং দর্শন হলো, মাঠে পতাকা লাগিয়ে রাখলে প্রেরণা মেলে ও উজ্জীবিত হওয়া যায়। সাকলাইন পাকিস্তান দলে যোগ দেওয়ার পর থেকেই এটা হচ্ছে। সেটা নিউজিল্যান্ড সিরিজে হোক বা বিশ্বকাপে কিংবা এখানে।’
বিশ্বকাপের আগে মিসবাহ-উল-হক সরে যাওয়ার পর পাকিস্তানের ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অফ স্পিনার সাকলাইনকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ, পদত্যাগ করেছিলেন বোলিং কোচ ওয়াকার ইউনিসও। রমিজ এসে সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডারকেও নিয়োগ দিয়েছেন। বিশ্বকাপে এ দুজন পাকিস্তান দলের সঙ্গে থাকলেও বাংলাদেশে আসেননি হেইডেন।
২০১৫ সালের পর এই প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। এ সফরে তিনটি টি-টোয়েন্টির পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্টও খেলবে তারা। আজ হবে প্রথম টি-টোয়েন্টি, এরপরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। সব কটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দু’দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ