Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবেল পেয়েও সাড়াশব্দ নেই ডিলানের

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের পর পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আর যোগাযোগ না করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। অ্যাকাডেমির স্থায়ী সচিব সারা দানিউস সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে আমরা আর কিছু করছি না। আমি তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীকে ফোন ও ইমেইল করেছি এবং খুবই বন্ধুত্বপূর্ণ জবাব পেয়েছি। এ মুহূর্তের জন্য ওটাই যথেষ্ট। গত বৃহস্পতিবার এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে রবার্ট অ্যালেন জিমারম্যানের নাম ঘোষণা করা হয়, সংগীত বিশ্বে যিনি বব ডিলান নামে পরিচিত। তিনি সাহিত্যে ১১৩তম নোবেল বিজয়ী। কিন্তু এখন পর্যন্ত নিজের নোবেল জয় নিয়ে কোন মন্তব্য করেননি ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তি। নোবেল পুরস্কারের জয়ের খবর পাওয়ার পর লাস ভেগাসে কনসার্টে গান গাইলেও সেখানে এ বিষয়টি নিয়ে কোন সাড়াশব্দ করেননি বব ডিলান। ১০ ডিসেম্বর নোবেল বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেয়া হবে। পুরস্কার গ্রহণের জন্য বব ডিলান সুইডেনের রাজধানী স্টকহোমে যাবেন কিনা তাও এখনও জানা যায়নি। এ বিষয়ে দানিউস বলেন, যদি তিনি আসতে না চান, তবে আসবেন না। এটি যে কোন বিবেচনায় বিশাল আনন্দের খবর এবং তার জন্য দারুণ সম্মানের। এই প্রথম কোনো গীতিকার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। এছাড়া, ১৯৯৩ সালের পর এটি কোন মার্কিনির নোবেল জয়। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবেল পেয়েও সাড়াশব্দ নেই ডিলানের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ