Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৮:৫৭ পিএম

ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে মর্যাদার লড়াইয়ে ঢাকা আবাহনী লিমিটেডকে উড়িয়ে দিলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে সাদাকালোরা ৪-০ গোলে হারিয়েছে আকাশী-হলুদ শিবিরকে। মোহামেডানের পক্ষে রিও অলিম্পিকে খেলা সোনাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ফরোয়ার্ড জোয়াকিম মেনিনি দু’টি এবং পাকিস্তানী তাসওয়ার আব্বাস ও রাজীব দাস একটি করে গোল করেন। শিরোপা প্রত্যাশি ঢাকা মেরিনার ইয়াংসের কাছে হারের পর আর্জেন্টিনা থেকে খেলোয়াড় নিয়ে এসেই বাজিমাত করেছে মোহামেডান। আর্জেন্টাইন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে যেন বেড়ে গেছে মোহামেডানের শক্তি। আবাহনীর বিপক্ষে কাল পুরো ম্যাচেই সাদাকালোদের নিয়মিত অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে মাঠের বাইরে দেখা গেছে। এ ম্যাচের মধ্য দিয়েই শেষ হল প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা। শুক্রবার থেকে শুরু হবে সুপার লিগের খেলা। প্রথম পর্ব শেষে শীর্ষ পাঁচ দলকে নিয়ে হবে সুপার লিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ