প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
র্যাপার কার্ডি বি তার ক্যারিয়ারে এ পর্যন্ত পাঁচটি অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ) অর্জন করেছেন, এদের টেলিকাস্টে পারফর্ম করেছেন আর এবার তিনি অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন। আগামী ২১ নভেম্বর এবিসি নেটওয়ার্কে লস অ্যাঞ্জেলেস থেকে পুরস্কার অনুষ্ঠানটি সম্প্রচার হবে। ‘বোডাক ইয়েলো’ এবং ‘মানি’ গানের জন্য খ্যাত গায়িকা ২০১৮ সালে জে ব্যালভিন এবং ব্যাড বানির সঙ্গে এএমএ’র অনুষ্ঠানে ‘আই লাইক ইট’ গানটির সঙ্গে পারফর্ম করেছিলেন। তিনি নারী হিপ-হপ তাকাদের মধ্যে প্রথম যার দুটি গান ফেভারিট বিভাগে পুরস্কৃত হয়েছে। সাতবার মনোনয়ন পেয়ে কার্ডি বছর সেরা শিল্পী এবং নতুন শিল্পী বিভাগে এএমএ লাভ করেছেন। পাঁচবার এএমএজয়ী উইকএন্ড এবার ছয়টি মনোনয়ন পেয়েছেন। একই সমান মনোনয়ন পেয়েছে রডরিগো, বিটিএস, আরিয়ানা গ্রান্ডে, ড্রেক এবং টেলর সুইফ্ট। রেগেটাউন’খ্যাত ব্যাড বানি, নবাগত আরঅ্যান্ডবি তারকা গিভিয়ন এবং ডোজা ক্যাট পাঁচটি করে মনোনয়ন পেয়েছে। এএমএ’র ইতিহাসে সুইফ্ট হলেন এ পর্যন্ত সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী। ২০২০ সালে গুলিবিদ্ধ হয়ে নিহত র্যাপ গায়ক পপ স্মোক ওরফে বাশার বারাকা জ্যাকসন তিনটি মনোনয়ন পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।