Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক হলেন কার্ডি বি আর অফসেট

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

র‌্যাপ গায়িকা কার্ডি বি আর তার স্বামী র‌্যাপ গায়ক অফসেট তাদের আলাদা হয়ে যাবার ঘোষণা দিয়ে জানিয়েছেন তারা বিবাহবিচ্ছেদের পরিকল্পনা করছেন। কার্ডি বি দিন কয়েক আগে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন : “তুমি যা চেয়েছিলে... শান্তি ও ভালবাসা।” “ভিডিও ক্লিপে কার্ডি বলেন : “সবাই আমাকে বিরক্ত করছিল, আপনারা জানেন আমার সন্তানের বাবার সঙ্গে আমি দীর্ঘ সময় ধরেই আপসের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম,” তিনি বলেন। তিনি আরও বলেন, “আমরা সত্যিই ভাল বন্ধু, আর আপনারা জানেন ভাল ব্যবসায়িক অংশীদার। সে এমন একজন মানুষ যার সঙ্গে কথা বলেতে আমি সবসময় মুখিয়ে থাকি আর পরস্পরের জন্য আমাদের অনেক ভালবাসা। কিন্তু দীর্ঘসময় ধরে আমাদের বনিবনা হচ্ছিল না।” কার্ডি বি আর অফসেট ২০১৭ সালে সেপ্টেম্বরে গোপনে বিয়ে করেন। চলতি বছর জুনে তারা তা প্রকাশ করেন। কার্ডি অফসেটের বিরুদ্ধে একাধিকবার অবিশ্বস্ততার অভিযোগ করেন। এর মধ্যেই কার্ডি কন্যা কালচারের মা হন গত জুলাই মাসে। কার্ডি বলেন “এতে কারও দোষ নেই, আমার মনে হয় আমরা ভালবাসা থেকে বেরিয়ে গেছি। তবে আমরা আর একসঙ্গে নেই। জানি না, বিবাহবিচ্ছেদের আগে হয়তো কিছুটা সময় নেব।” কার্ডি বলেন : “সে আমার কন্যার বাবা বলে তার প্রতি সব সময় আমার ভালবাসা থাকবে।” কার্ডির এই পোস্টে অফসেট এক কমেন্টে আলাদা হবার বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ