Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙা নয়, পরিবর্তন করা হবে হিটলারের বাড়ি

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এডলফ হিটলারের জন্মবাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা জানিয়ে দেওয়া বক্তব্য থেকে সরে এসে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং সবতকা বলেছেন, বাড়িটিকে নতুন রূপ দেওয়া হবে। গত মঙ্গলবার সবতকা সাংবাদিকদের বলেন, বাড়িটি পরিবর্তন করা উচিত, যাতে এটিকে আর চেনা না যায়। এর আগে স্থানীয় দৈনিক দিয়ে প্রেসকে সবতকা বলেছিলেন, বিশেষজ্ঞদের একটি কমিটি হিটলারের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওই কমিটির পক্ষ থেকে বলা হয়, তারা হিটলারের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিপক্ষে। এর যুক্তি হিসাবে তারা বলেছে, বাড়িটি ভেঙে ফেললে তা হবে অস্ট্রিয়ায় নাৎসি ইতিহাস অস্বীকার করারই নামান্তর। কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি মঙ্গলবার বিবিসির কার্যালয়ে পাঠানো হয়েছে। কমিটির সদস্য অধ্যাপক ক্লেমেন্স জাবলনার এবং অধ্যাপক অলিভার রাথকলব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলছেন তাতে মনে হছে কমিটি হিটলারের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পক্ষে। বাস্তবে বিষয়টি এমন নয়। বাড়ির ভবিষ্যৎ প্রশ্নে আমরা বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করেছি। তার মধ্যে বাড়ির আমূল পরিবর্তন করে ফেলাও রয়েছে। যাতে এটি কোনও প্রতীকী শক্তি হয়ে বিরাজ না করতে পারে। ১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মান সীমান্তে অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাউ অ্যাম ইন এর তিনতলা বাড়িটির সবচেয়ে উপরের তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে জন্ম হয় হিটলারের। বাড়িটি কী করা হবে তা নিয়ে বহুদিন ধরেই বিপাকে সেখানকার কর্তৃপক্ষ। বাড়িটি ভেঙে ফেলা হবে নাকি অন্য কাজে ব্যবহার করা হবে তা নিয়ে বিতর্ক আছে। বাড়িটি নিয়ে মালিক ও অস্ট্রিয়া সরকারের মধ্যে বহু বছর ধরেই আইনি দরকষাকষি চলছে। সরকার ১৯৭২ সাল থেকে বাড়িটির ভাড়া দিয়ে আসছে। সম্প্রতি বাড়িটির ভাড়া দাঁড়িয়েছে প্রতি মাসে প্রায় ৪ হাজার ৮শ পাউন্ড। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাঙা নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ