Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে জনসম্মুখে এলেন কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং। তার শাসনের ১০ বছরের পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার এক মাস পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় গড়ে তোলা শহরটির নাম সামজিওন। নতুন করে নির্মাণ করা এই শহরটিকে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’ নামে আখ্যায়িত করেছেন। ওই শহরের নির্মাণকাজের অগ্রগতির পরির্দশনেই বের হন কিম জং উন। কিম উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় বসার ১০ বছর হতে চলছে। তার পরিদর্শনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ। ২০১৮ সাল থেকে কিম জং উন এখানে বেশ কয়েকবার পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে অন্তরালে থাকায় তার স্বাস্থ্য নিয়ে গুঞ্জন চলে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার অনুমান অনুযায়ী, ২০১৯ এ কিমের ওজন ১৪০ থাকলে এখন তা কমপক্ষে ২০ কেজি কমেছে। এর আগেও তার নিখোঁজের ঘটনা ঘটে। এশিয়া নিক্কেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনসম্মুখে কিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ