নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : গৌহাটি-শিলং ১২তম সাউথ এশিয়ান (এসএ) গেমস মহিলা হ্যান্ডবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ মহিলা দল। গতকাল গৌহাটির সোনাপুর এলএনআইপিই ইনডোর স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৮-২৪ গোলে হারায় পাকিস্তানকে। প্রথমার্ধে বিজয়ীরা ১৯-১৪ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশের শিরিনা ১০টি, খালেদা ৬, সুমি, নিশি ও ফালগুণী ৫টি করে, ডালিয়া ৪টি ও শিল্পি ৩টি গোল করেন। প্রথম ম্যাচে লাল-সবুজরা ৬২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়েছিলো আফগানিস্তানকে। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যুতে স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।