Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি দেয়ার নামে ভয়ঙ্কর প্রতারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৭:২৪ পিএম

কারিশমা আক্তার। এসএসসি পাসের পর চাকরি খুঁজছিলেন। অনলাইনে ‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লি.’ নামে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে সিভি পাঠান। দুই দিন পরেই তাকে প্রতিষ্ঠানটি থেকে ফোন করা হয়। বলা হয়, আপনি প্রাথমিকভাবে আমাদের কল সেন্টারে চাকরির জন্য সিলেক্টেড হয়েছেন। এরপর ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকা হয়। সেখানে গেলে ফরম পূরণ (আবেদনপত্র) বাবদ প্রথমে ৫০০ টাকা নেওয়া হয়।

এরপর চাকরির নিয়োগপত্র দিয়ে আরও সাড়ে তিন হাজার টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার পর তিনি আর চাকরি পাননি। কারিশমা ততক্ষণে বুঝে যান, তিনি প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারিত হয়েছেন। কারিশমার মতো আরও অনেকে এভাবে চাকরির নামে প্রতারিত হয়ে র‌্যাবে অভিযোগ করেন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির (‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লি.’) কথিত হেড অফ ব্র্যাঞ্চ সালমা আক্তার মুন্নিকে গ্রেফতার করে র‌্যাব। অফিস থেকে একটি কম্পিউটার, দুটি মোবাইল, ভুয়া নিয়োগপত্র, ২০টি ভিজিটিং কার্ড, আটপাতা বিজ্ঞাপনের স্ক্রিনশটের কপি উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, ভুয়া এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এক হাজার ২৫০ জনের মতো চাকরি প্রত্যাশী প্রতারিত হয়েছেন। এই চক্র হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ।

বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, অনলাইনে সাবেক আর্মি অফিসারের বডিগার্ড, বাসা-বাড়ির নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে একটি চক্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছিল। তারা আকর্ষণীয় বেতনের প্রলোভনে চাকরি প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছিলেন। এমন ঘটনায় অনেকে র‌্যাবের কাছে অভিযোগ দেন।

এরপরই র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপরই খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অবস্থিত ‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লি.’ এর অফিসে অভিযান চালানো হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্নি জানান, তিনি সংঘবদ্ধ এমএলএম প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ‘বিডি জবস বিডি’ নামে তার একটি পেজ থেকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তারা সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

র‌্যাব জানায়, অভিযুক্ত সালমা আক্তার মুন্নির বাড়ি মাদারীপুরে। নিম্ন-মধ্যবিত্ত ঘরের এই তরুণির রয়েছে উচ্চাভিলাসী মনোভাব। এইচএসসি পাসের ২০২০ সালে হাবিবুর রহমান নামে এক প্রতারকের মাধ্যমে ‘এনএইচ সিকিউরিটি সার্ভিস লি.’ চালু করেন। চাকরিপ্রত্যাশী দরিদ্র ছাত্র-ছাত্রীদের টার্গেট করেই মূলত তার প্রতারণা চলছিল। পলাতক হাবিবুর রহমানের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার মুন্নির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তাকে ধরতে অভিযান চালাচ্ছি কিন্তু এখনো তাকে পাওয়া যায়নি। আশা করছি, শিগগিরই আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে সকল মহলের সচেতনতা জরুরি। গণমাধ্যমে বিষয়গুলো ফলাও করে প্রচার হলে সচেতন হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে সরকারের নির্ধারিত সংস্থাগুলো কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ