Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিবিএলের নতুন চেয়ারম্যান শামীমা নার্গিস

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। গত বছরের অক্টোবরে অবসর গ্রহণের পূর্বে তিনি সর্বশেষ পরিকল্পনা কমিশনের দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। হুভার্ট এইচ হামফ্রে ফেলোশিপের আওতায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং বিশ্বব্যাংকের ঠড়রপব ঝবপড়হফসবহঃ চৎড়মৎধস (ঠঝচ) এ অংশগ্রহণ করেন।
এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ‘মাস্টারিং নেগোশিয়েশন’ বিষয়ে এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লিডারশীপ বিষয়ে কোর্স সম্পন্ন করেন।
শামীমা নার্গিস ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং দীর্ঘ চাকরি জীবনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 



 

Show all comments
  • আব্দুর রাজ্জাক ৯ মার্চ, ২০২২, ১:৪৫ এএম says : 0
    আসসালামু ওয়ালাইকুম মেডাম বাংলাদেশ ডেভেলপয়েন্ট ব্যাংকে আমাদের একটা লোন আছে লোনটা নিয়েছিলো ২০১৫ সালে ৫ লক্ষো টাকা আমরা প্রায় ৭ লক্ষ টাকা দিয়ে দিয়েছি আমাদের আরদেয়ার মত সমর্থ নায় মেডাম আমাদের জমি দলিল নিয়ে আমাদের এক আত্যয় লোন করছিলো কিন্তু লোনটা পরিষদ না করে মালায়েশিয়া চলে গেছে লোন বেপারে কোন খোজ খবর ন্যায় না। জিবনে চরম একটা ভুল করে আমাদের সংসার টায় শেষ মেডাম আমরা না খেয়ে দেয়ে এই টাকা দিয়েছি আমরা মোট ৭ লোক্ষ টাকা দিয়েছি। ব্যাংক আরো আমাদের কাছে ১ লক্ষ ৫০ হাজার দাবি করছে। আপনি য়দি একটু দয়া করে এই সুধ গুলো মাফ করে দিতেন তাহলে আমাদের সংসারটা ভাংতো না মেডাম দয়া করবেন আসসালামু ওলাইকুম মেডাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিডিবিএল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ