পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৮ অক্টোবর) ওয়েবনিয়ারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বিডিবিএল এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং সরকারের সাবেক সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন - এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. জাফর ইকবালসহ ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক মো. এখলাছুর রহমান, মো. আবু হানিফ খান, কাজী তারিকুল ইসলাম, সুভাষ চন্দ্র সরকার, মো. আবু ইউসুফ, কাজী শাইরুল হাসান ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী আলমগীর উপস্থিত ছিলেন। বিডিবিএল প্রতিবছরের ন্যায় ২০১৯ সালেও মুনাফা অর্জন করেছে। বিডিবিএল এ কোন মূলধন ও প্রভিশন ঘাটতি নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।