Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিবিএল’র বার্ষিক সাধারণ সভা

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৬ এএম

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) - এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়, বিডিবিএল ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিডিবিএল’র পরিচালনা পর্ষদের পরিচালক এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. এখলাছুর রহমান, মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড.এ.কে.ওবায়দুর রব, সৈয়দ এপতার হোসেন পিয়ার, সালমা নাসরীন এনডিসি, কাজী তারিকুল ইসলাম ও ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ উপস্থিত ছিলেন। বিডিবিএল ২০১৭ সালে ৫৬ কোটি ৩২ লক্ষ টাকা কর পরবর্তী নীট মুনাফা অর্জন করেছে। ব্যাংকটি ২০১৭ সালে ৪০৭.৭৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে এবং একই সময়ে ৫৭৩.৭১ কোটি টাকা ঋণ আদায় করেছে। বিডিবিএল এ কোন মূলধন ও প্রভিশন ঘাটতি নেই। সভায় অন্যান্য বছরের মতো সরকারকে ১০ কোটি টাকা লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ