Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাজের প্রধান পরিচয় অফ স্পিনার

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করে অভিষেকের নিশ্চয়তা সাব্বির রহমান রুম্মানকে দিয়েছেন কোচ। ভবিষ্যতের সম্পদ ভেবে মেহেদী হাসান মিরাজকে টেস্ট দলে নিয়েও টেস্ট অভিষেকের জন্য ইয়েস কার্ড দিয়েছে টিম ম্যানেজমেন্ট! আগামী ২৫ অক্টোবর ১৯ বছরে পা দিবেন এই ক্রিকেটার। টেস্ট অভিষেককে সামনে রেখে দলে নতুন চার ক্রিকেটারের তিনজন যখন রোমাঞ্চিত, সেখানে ব্যতিক্রম মিরাজ। ফুরফুরে ক্রিকেট দলের প্রতিচ্ছবিই যেনো ফুটে উঠেছে এই ক্রিকেটারের মধ্যে। এই প্রথম বাংলাদেশ দলে পেয়েছেন ডাক, তারপরও নাকি ড্রেসিং রুমটা তার কাছে অনেক দিনের মনে হচ্ছেÑ‘যখন টেস্ট দল ঘোষিত হলো, তখন আমি খেলার মধ্যে ছিলাম। ড্রেসিং রুমে ঢুকতেই সাব্বির ভাই আমাকে কংগ্রাচুলেশন দিয়েছেন, বিসিবি একাদশের কোচ, টিমমেটরা সবাই আমার জন্য শুভকামনা জানিয়েছেন। জাতীয় দলের ড্রেসিং রুমে এসেও মনে হচ্ছে, এ বুঝি অনেক দিনের চেনা ড্রেসিংরুম। সবাই আমাকে অনুপ্রাণিত করছেন।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরে ৬ ম্যাচে ২৪২ রানের (গড় ৬০.৫০) পাশে অফ স্পিনে ১২ উইকেটÑএমন অল রাউন্ড পারফরমেন্সে টুর্নামেন্টের মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ারে স্বীকৃতি পেয়েছেন। সেই থেকেই লাইম লাইটে মিরাজ। বাংলাদেশ দলে প্রথমবারের মতো পেয়েছেন ডাক, তাও আবার টেস্ট স্কোয়াডে! স্বপ্নের মতোই মনে হচ্ছে সব কিছুÑ‘সেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, টেস্ট দিয়েই যেনো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়, সেই স্বপ্নই পূরণ হতে যাচ্ছে।’ যে ভেন্যুতে ৯ মাস আগে দ. আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা দলের বার্তাটা দিতে পেরেছে বাংলাদেশ যার নেতৃত্বে, সেই ভেন্যুতেই টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। সেই ইয়েস কার্ডটা নাকি পেয়েছেন মিরাজÑ‘বিসিবি একাদশের হয়ে ২ দিনের ম্যাচে আমাকে কি ব্যাটিং, বোলিং কোনটাই করতে হয়নি। সম্ভবত আমাকে টেস্ট ম্যাচে খেলানো হবে, এ চিন্তা করেই ওই ম্যাচে ব্যাটিং, বোলিং থেকে বিরত রাখা হয়েছে।’
বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডারটা এতোই লম্বা যে, টেস্টে ৮ নম্বরের আগে ব্যাটিংয়ের সুযোগ নেই মিরাজের। তা ধরেই নিয়েছেন। দীর্ঘ পরিসরের ম্যাচে ৮ নম্বরে ব্যাটিংয়ের সঙ্গে পরিচিতিটা আছে বলে জানিয়েছেন মিরাজÑ‘জাতীয় লীগে ৮ নম্বরে ব্যাট করে পাঁচটি ফিফটি আছে আমার। এখানে আমার রোলটাও জানা। টেল এন্ডারদের নিয়ে পার্টনারশিপে নেতৃত্ব দিতে হবে, যতোটা সম্ভব লম্বা ব্যাটিং করতে হবে।’
১২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫২৪ রানের পাশে ৪১টি উইকেট। সীমিত ওভারের ম্যাচের পাশে দীর্ঘ পরিসরের ম্যাচেও অল রাউন্ডারের স্টিকারটা লেগে গেছে তার। তবে ব্যাটসম্যান নয়, নিজেকে বোলার হিসেবেই দেখছেন। অফ স্পিনের ভূমিকাটাই তার কাছে প্রধানÑ‘টেস্টে বোলিং পরিচয়টা আমার কাছে বড়। আগে বোলার, পরে ব্যাটসম্যান।’ ইংল্যান্ড দলে পাঁচজন বাঁ হাতি ব্যাটসম্যান আছে বলেই হাতুরুসিংহের ট্রাম্পকার্ড অফ স্পিনার মিরাজ।
টেস্টে স্পেশালিস্ট ফিল্ডিং পজিশন সিøপ, ইমরুল কায়েস, মাহামুদুল্লাহরা এই পজিশনে ক্যাচ ছেড়েছেন যথেষ্ট। অথচ কি জানেন, ১৯-এ পা দেয়ার আগেই মিরাজকে দিয়ে টেস্টে সিøপের ফিল্ডিং ঘাটতি কাটানোর কথা ভাবছেন টিম ম্যানেজার খালেদ মেহমুদ সুজনÑ‘সিøপে ফিল্ডিং করতে পারে মিরাজ। সেভাবেই ফিল্ডিংয়ের অনুশীলন করানো হচ্ছে।’ সিøপে যখন তখন ক্যাচ ওঠে, সতর্ক দৃষ্টি রাখতে হয় সর্বক্ষণ। তার জন্য প্রস্তুত মিরাজওÑ‘ফার্স্ট সিøপই হোক, কিংবা সেকেন্ড সিøপ, যেখানেই দাঁড় করানো হোক না কেন, আমি পারব। যখন তখন সিøপে ক্যাচ উঠতে পারে, সেজন্য সজাগ দৃষ্টি থাকতে হবে, তা জানি।’
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে তারকা খ্যাতি পেয়েছেন ব্রায়ান লারা, ইনজামাম, কোহলীর মতো অনেকেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আবিষ্কার সাকিব, মুশফিক, তামীম বাংলাদেশ দলের গর্ব। তাদের মতো আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করার প্রত্যয় মিরাজেরÑ‘এসেই চলে যেতে চাই না। বাংলাদেশ দলের হয়ে খেলতে চাই অন্তত: ১০ থেকে ১৫ বছর।’
স্বপ্ন যার এতটা বড়, অভিষেকে তার কাছে দারুণ কিছুর আশা করতেই পারে বাংলাদেশ সমর্থকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাজের প্রধান পরিচয় অফ স্পিনার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ