Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ডের সামনে দাঁড়িয়ে শিহরিত কুক

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : নবজাতক কন্যা সন্তানের মুখ দর্শন করে চট্টগ্রামে এখন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট ছেড়ে টেস্টে রেকর্ডটা সমৃদ্ধ করার হাতছানি দিচ্ছে বাংলাদেশ সফরে। ২০০৬ সালের মার্চে নাগপুর টেস্টে অভিষেক হওয়ার পর একটি মাত্র টেস্ট করেছেন মিস, তা সেই সফরে মুম্বাইয়ে। ১০ বছরের ক্যারিয়ারে ১৩৩টি টেস্ট খেলে চোখ তার এখন অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংল্যান্ড ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলার। চট্টগ্রাম টেস্টে টস করতে নেমে সে রেকর্ডটি হয়ে যাবে। শুধু তাই নয়, ইংল্যান্ড টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিকের (১০৫৯৯) অধিনায়কত্বের রেকর্ডও সমৃদ্ধ হচ্ছে। বাংলাদেশ সফরে ২ টেস্টে তার নেতৃত্বে দল নামলে মাইক আর্থারটনের ক্যাপ্টেনসির রেকর্ডকে করবেন স্পর্শ অ্যালিস্টার কুক। এমন দু’টি রেকর্ডের পাশে তৃতীয় রেকর্ডের সম্ভাবনাকেও এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন। মাইকেল ভনের নেতৃত্বে সর্বাধিক ২৬টি টেস্ট জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডের, ভনের পেছনে ছুটতে ছুটতে নিকট ভবিষ্যতে ভনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কুকের নেতৃত্বে দেখছে ক্রিকেট বিশ্ব। আর ৪টি টেস্ট জিতলেই ভনকে ছাড়িয়ে যাবেন কুক। এক বছরে টেস্টে হাজার রানের অতীত ৪ বার (২০০৬ সালে ১০১৩, ২০১০ সালে ১২৮৭, ২০১২ সালে ১২৪৯, ২০১৫ সালে ১৩৬৪ রান) আছে কুকের। বৃহস্পতি তুঙ্গে থাকা এই বাঁ হাতি ওপেনার এ বছরও টেস্টে হাজার রানের স্বপ্ন দেখছেন। ব্রাডমানের ২৯ সেঞ্চুরিকে ছুঁয়ে ফেলা কুক বাংলাদেশ সফরে ছুঁয়ে ফেলতে চান হেইডেন এবং চন্দরপলকে (৩০ সেঞ্চুরি)।
একগুচ্ছ রেকর্ডের সামনে দাঁড়িয়ে চট্টগ্রামে রীতিমতো শিহরিত কুকÑ‘যখন শুরু করেছিলাম, তখন কার কাছাকাছি যাব, তা চিন্তা করিনি। তাই যদি কারো রেকর্ড ভেঙ্গে দিতে পারি, তা হবে আমার জন্য বিশেষ কিছু।’ গতকাল হোটেল রেডিসন থেকে পায়ে হেঁটে এম এ আজিজ স্টেডিয়ামে কুকের অনুশীলনের দিকেই গভীর মনোযোগ ছিল ইংলিশ মিডিয়ার। হাসিব হামিদ,না বেন ডাকেট, অ্যালেক্স হেলস না আসায় বাঁ হাতি এই ওপেনারের ওপেনিং পার্টনার হবে কে, গতকালও জানতে পারেননি তাÑ‘কিছুদিন আমার পাশে ১৯ এবং ২২ বছরের ২টি ছেলে আছে। ইংল্যান্ড ক্রিকেট তাদেরকে যথার্থই নির্বাচন করেছে। এখান থেকেই তাদের শিহরিত হওয়ার মতো শুরু হোক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ডের সামনে দাঁড়িয়ে শিহরিত কুক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ