প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ডিজিটাল অভিষেক হচ্ছে ‘আরণ্যক’ সিরিজ দিয়ে। নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে স্ট্রিমিং প্লাটফর্মটিতে ১০ ডিসেম্বর থেকে ‘আরণ্যক’ দেখা যাবে। স্ট্রিমার চ্যানেলটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। টুইটে লেখা হয়েছে : “লাইটস, ক্যামরা, অ্যাকশন। এই প্রশান্ত পাহাড় যেখানে গোপনীয়তা লুকিয়ে আছে তাতে রাভিনা ট্যান্ডন ঘটা করে ফিরছেন। #আরণ্যক আসছে ১০ ডিসেম্বর। # নেটফ্লিক্সে ‘আরণ্যক’। এক গা ছমছম করা শহরে এক পর্যটক কিশোর গুম হয়ে গেলে কাহিনীর শুরু হয়। কিশোরের খোঁজ পেতে স্থানীয় এক পুলিশ সদস্য (ট্যান্ডন) মহানগর থেকে আগত আরেক পুলিশ কর্মকর্তার ( পরমব্রত চ্যাটার্জী) সঙ্গে হাত মেলায়। একটি কঙ্কাল পাওয়া যায়, তারপরই নৃশংস রক্তপিপাসু এক সিরিয়াল হত্যাকারীর কথা একে একে প্রকাশ পেতে থাকে, যার কথা সময়ে মানুষ ভুলে গিয়েছিল। রাভিনা (৪৭) ৯০ দশক ও ২০০০’র প্রথম দিকে বলিউডে জনপ্রিয় ছিলেন। তার হিট ফিল্মের মধ্যে আছে ‘মোহরা’, ‘দিলওয়ালে’, ‘লাডলা’, ‘জিদ্দি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘শুল’, ‘দামান’, ‘সাট্টা’ ইত্যাদি। ‘আরণ্যক’ প্রযোজনায় আছে রয় কাপুর ফিল্মস এবং রমেশ সিপ্পি এন্টারটেইনমেন্ট, পরিচালনা করেছেন বিনয় ব্যাকুল। চারুদত্ত আচার্যের কাহিনী। রোহণ সিপ্পি সিরিজটির তত্ত্বাবধান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।