Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চিত্রনাট্যকার রূপে রাভিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

২৮ বছরের ক্যারিয়ারে রাভিনা ট্যান্ডন চলচ্চিত্রে অভিনয়ের বাইরে একাধিক কাজ করেছেন, জয় করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ে তার সাফল্যের কারণে তার নায়কদের কাছে তিনি বরাবরই ছিলেন সৌভাগ্যের প্রতীক। অভিনয়ের পাশাপাশি তিনি দাতব্য কাজ করেছেন, অলঙ্কার ডিজাইন করেছেন, সাময়িকীতে কলাম লিখেছেন এবং রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে’তে বিচারকের দায়িত্ব পালন করেছেন। অনেকের জানা নেই তিনি ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফিও করে থাকেন। ফোটোগ্রাফি নিয়ে তিনি বলেন, এই কাজটি আমি বরাবরই ভালবাসি, এ থেকে আয়ের বেশিই আমি দাতব্য কাজে ব্যয় করি।” এতোসব কাজ করার সঙ্গে তিনি ঘরে মা আর স্ত্রীর ভূমিকাও সমান মনোযোগ দিয়ে পালন করেন। লেখালেখি রাভিনা আগে থেকেই করতেন, আর এবার তিনি আত্মপ্রকাশ করছেন চিত্রনাট্যকার রূপে। তার মালিকানাধীন ব্যানার এ এ ফিল্মসের জন্য তিনি চিত্রনাট্য লিখছেন। এর মধ্যে তিনি চারটি চিত্রনাট্য শেষ করেও ফেলেছেন। রাভিনা বলেন, “ আমরা এখন ফ্লোরে যাবার মত পর্যায়ে আছি, এর সবগুলোই ওয়েব প্লাটফর্মের জন্য। আমার কাছে এই প্লাটফর্ম অসাধারণ মনে হয় আর এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে, আমরা অনেক কিছু করতে পারি এখানে। দুই ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখানে গল্প বলার সুযোগ আছে।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ