নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব সোমবার মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ জিতলে শতভাগ সাফল্য পেয়ে প্রথম রাউন্ড শেষ করবে মেরিনার। গত শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আরামবাগের দলটি ৫-২ গোলে বিধ্বস্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। শিরোপাযুদ্ধে তাদের পেছন পেছন ছুটছে আবাহনী ও মোহামেডান। পয়েন্ট টেবিলে সবার আগে মেরিনারের নাম। বারো দলের অংশগ্রহণে লিগে ইতোমধ্যে দশ ম্যাচ খেলে সবক’টিতেই জয় পেয়ে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে আবাহনী। আর নয় ম্যাচের একটি হেরে ২৪ পয়েন্ট পাওয়া মোহামেডানের অবস্থান তিনে। সোমবার আবাহনীকে হারালে মেরিনারের পয়েন্ট হবে এগারো ম্যাচে ৩৩। আর আবাহনী জিতলে দশ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৩০। তাদের হাতে থাকবে এক ম্যাচ, মোহামেডানের দুই ম্যাচ। প্রথম রাউন্ড শেষে শীর্ষ পাঁচ দলকে নিয়ে হবে সুপার লিগের খেলা। তিন জায়ান্টই যে সুপার লিগে যাচ্ছে, তাতে কোন সন্দেহ নেই। সেখানেও একে অপরের বিপক্ষে ফের চারটি করে ম্যাচ খেলবে দলগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।