Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পরাজয় ও বাংলাদেশের কাছে হারা দু’দলের ফাইনাল নিয়ে যে প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ৭:২৬ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে চিরপ্রতিদ্বদ্বী ভারতকে ১০ উইকেটে সোচনীয়ভাবে হারিয়ে ভালোই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। এরপর প্রতিটা ম্যাচেই ছিল তাদের এগিয়ে চলার গল্প। পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে আশা জাগিয়েছিল ভক্তদের। কিন্তু গতকাল সেমিফাইনালে অপ্রতিরোধ্য বাবর আজমের দল অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হওয়ায় আশাহত হয়েছেন কোটি কোটি ক্রিকেটপ্রেমী। জানিয়েছেন সেই আক্ষেপের গল্প।

অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারা দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। ফেসবুকে এসব বিষয় নিয়ে নানা মন্তব্য লিখেছেন ক্রিকেট ভক্তরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া পেয়েছে আইসিসি টি-টোয়েন্টি ফাইনালের টিকিট। যেখানে আগে থেকেই অপেক্ষায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে এই দুবাইয়ের মাঠেই মুখোমুখি হবে তাসমান সাগর পাড়ের দুই দেশ।

পাকিস্তানের পরাজয়ে ইলিয়াস হোসাইন লিখেছেন, ‘‘এইরকম অক্লান্ত পরিশ্রম করেও ম্যাচ হাতছাড়া। হাসান আলীর উপর আজ মনে হয় লিটন দাস শয়তানটা ভর করেছিল।যাই হোক আগামী দিনের জন্য শুভকামনা রইল টিম পাকিস্তানের জন্য।’’

জেডি খানের মন্তব্য লিখেছেন, ‘‘পাকিস্তান যেইদিন আমাদের পাশের বন্ধুদেশকে ১০ উইকেটে হারিয়েছেন সেইদিনই পাকিস্তানের বিশ্বকাপ জয় হয়ে গেছে। কষ্টের কিছুই নেই সত্যিকারের একটি ক্রিকেট ম্যাচ বিশ্ববাসী উপভোগ করেছেন যেখানে ছিল টান টান উত্তেজনা । অভিনন্দন পাকিস্তান অস্ট্রেলিয়া দুই সিংহকে।’’

হাসান আলীর সমালোচনা করে বাবুল হাসান লিখেছেন, ‘‘লিটনের কাজটা হাসান আলী করেছে। একটা ক্যাচ মিস কিভাবে একটা দলকে হারের দিকে নিয়ে যায়। সেটাই দেখল ক্রিকেট। অস্ট্রেলিয়া ২ টি ক্যাচ না ফেললে, হয়তো পাকিস্তানের স্কোরও এত বেশি হতনা।’’

মোহাম্মাদ আবুল মামুন লিখেছেন, ‘‘ভারতীয়দের কান্না'র আওয়াজটা আপাততঃ বন্দ হল। তা নাহলে বাংলাদেশের মানুষগুলো পাশের বাড়ির তাদের কান্নার আওয়াজে ঘুমাইতে পারছিল না।’’

কাজী জাহাঙ্গীরের মন্তব্য, ‘‘কম বেশির হিসাবে বাংলাদেশের লিটন আর পাকিস্তানের হাসান আলী মিলে জীবিত ম্যাচকে মৃত্যু দিতে পারেন।’’

এম এ নোমান ভুইয়া লিখেছেন, ‘‘বিশ্বকাপের আগে, বাংলাদেশের কাছে গো-হারা ২ টি দল আজ ফাইনালে! যুক্তিবিদ্যায়, নতুন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ।
অভিনন্দন পাপন স্যার! অভিনন্দন বিসিবি।”

একইভাবে মুহাম্মাদ আকরাম লিখেছেন, ‘‘বাংলাদেশের সাথে ন্যাক্কার জনক ভাবে হেরে যাওয়া দুই দলই বিশ্বকাপ ফাইনালে , তারা বাংলাদেশ থেকে অবশ্যই ভাল শিক্ষা নিয়ে ফিরেছ ।জয় হোক বাংলার ক্রিকেট শিক্ষকদের ,,,,,।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ