Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন শিক্ষা সচিব

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৩:৫৭ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম খুলনা অঞ্চল সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে খুলনা পরিদর্শন করেন। আজ শনিবার (১৩ নভেম্বর) খুলনায় এ সফরে তিনি প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শ্রেণি পাঠদান কার্যক্রম, আইসিটি ল্যাবরেটরি, ই-লাইব্রেরি, ছাত্রী কমনরুমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএন স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের, (এনডি), পিএসসি, বিএন।

পরিদর্শনের সময় শিক্ষা সচিব বিএন স্কুল এন্ড কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের ছাদকৃষির বিভিন্ন দেশি-বিদেশী ফলদ-বনজ ও ঔষধি গাছ দেখে মুগ্ধ হন এবং নিজ হাতে বৃক্ষ রোপন করেন। এছাড়া সহশিক্ষামুলক কার্যক্রমকে গতিশীল করার জন্য প্রতিষ্ঠান অধ্যক্ষের পদক্ষেপ সমুহের প্রশংসা করেন।

পরিদর্শনকালে বিভাগীয় প্রাথমিক শিক্ষা’র উপ পরিচালক মাহাবুব এলাহী, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ