পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেলেও তদন্ত কমিটি এমন কোন প্রস্তাব করবেনা যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়। ২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করেই কমিটি সুপারিশ করবে এবং সরকারও তাদের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কমিটির প্রধান এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর। গতকাল (রোববার) সচিবালয়ের পরিবহন পুল ভবনে মো. আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে জমা দেবেন তিনি। পরীক্ষা বাতিলের সুপারিশ করা হবে কি না- এই প্রশ্নে কমিটির প্রধান বলেন, সেটা বলা যাবে না। আমরা শুধু একটু বলতে পারি ২০ লাখ শিক্ষার্থীর স্বার্থের কথা চিন্তা করেই আমরা সুপারিশ করব, সরকারও তাদের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেবে। এরা তো আমাদেরই সন্তান। আমরা এমন কোনো সুপারিশ করব না যেটা তাদের জন্য ক্ষতি হবে। আর সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যেটা তাদের জন্য কষ্টের বা ক্ষতিকর কিছু। প্রশ্নফাঁস হওয়ায় এবারের এসএসসির কোনো পরীক্ষা বাতিল হবে কি না তা স্পষ্ট না করলেও এনিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না থাকার পরামর্শ দিয়েছেন এ সংক্রান্ত কমিটির প্রধান।
মাদরাসা বিভাগের সচিব বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো পর্যালোচনা করেছেন। যে সুপারিশ করব তা গোপনীয়। সরকার সুপারিশ পর্যালোচনা করবে, আমাদের সুপারিশ রাখতে পারে, নাও রাখতে পারে। এরপর সরকার সিদ্ধান্ত নিলে আপনারা জানতে পারবেন।
সচিব আলমগীর বলেন, প্রশ্নফাঁস সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত পর্যালোচনা করেছি। এসবের প্রমাণ হিসেবে বোর্ড, পুলিশ ও বিটিআরসির কাছে তথ্য-উপাত্ত চেয়েছিলাম, সেগুলো পর্যালোচনা করেছি, আরও কিছু কাজগপত্র পুলিশের কাছে চেয়েছি। এর আগে গত ১৮ ফেব্রæয়ারি কমিটির সভা শেষে আলমগীর জানিয়েছিলেন, এসএসসি পরীক্ষার একটি বিষয়ের সম্পূর্ণ এবং কয়েকটির আংশিক প্রশ্নফাঁসের প্রমাণ মিলেছে এবং ওইসব পরীক্ষা বাতিলের সুপারিশ করবেন তারা। প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পেয়েছেন কি- এই প্রশ্নে ওইদিন সচিব বলেন, আছে, কিছু কিছু আংশিক আছে। কিছু কিছু পুরোপুরি আছে। যদি দেখা যায় যে কোনো প্রশ্ন হুবহু মিলে গেছে যদি অবজেকটিক টাইপের প্রশ্ন ফাঁস হয়ে থাকে বাকিটা পরীক্ষা নতুন করে নেব না, শুধু অবজেকটিভের জন্য পরীক্ষা হবে।
আগের অবস্থান থেকে সরে এসে সচিব এখন বলছেন, কোনো বিষয়ের রচনামূলক প্রশ্ন ফাঁস হয়নি, কিছু কিছু এমসিকিউ অংশ মিলেছে। ১২টা পরীক্ষার জন্য ১২ রকমের ডিশিসন হতে পারে। পরীক্ষা বাতিল হবে কি হবে না তা এখনই বলা যাবে না। তারা (পরীক্ষার্থী) যেন কোনো উদ্বেগে না থাকে, তাদের স্বার্থের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা সুপারিশ করব। আগামী দুই-এক দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। পরীক্ষা বাতিলের সুপারিশ থাকবে কি না- বেশ কয়েকবার সাংবাদিকরা সেই প্রশ্ন করলেও সুস্পষ্ট কোনো জবাব দেননি সচিব আলমগীর। বাতিল হবেও বলব না, বাতিল হবে না সেটাও বলব না। তবে উদ্বিগ্ন থাকার কারণ নেই। সিদ্ধান্ত যেটাই নেওয়া হবে জাতির স্বার্থে নেওয়া হবে। ছাত্রছাত্রী-অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। সচিব বলেন, সরকার কিন্তু জনগণের সুখ-শান্তির জন্য, সরকার কিন্তু জনগণকে উদ্বেগে রাখার জন্য না। উদ্বেগে রাখতে পারে অন্যরা। উদ্বিগ্নমুক্ত রাখাই সরকারের দায়িত্ব।
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে গত ৪ ফেব্রæয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির জরুরি সভায় ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও বিটিআরসি প্রতিনিধি, আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের ওই কমিটিতে রাখা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।