বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩৯ কেজি ৩শত গ্রাম।
শনিবার ( ১৩ নভেম্বর ) সকাল ১০ টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকায় জেলে মোতালেব হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীর করে স্থানীয়রা।
দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, শনিবার ভোর থেকে পদ্মা নদীর ঢালার চর এলাকায় জাল ফেলে জেলে মোতালেব হলদার ও তার সঙ্গীরা। এরপর সকাল ১০ টার সময় জালে টান পরলে তারা বুঝতে পারেন জালে বড় কোন মাছ আটকা পরেছে। দ্রæত জাল টেনে নৌকায় তুলে তারা এই মাছটিকে ধরতে সক্ষম হন।
তিনি আরো জানান, মাছটিকে আড়তে নিয়ে আশার পর সকল জেলের অংশ গ্রহনে ডাকের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৪ হাজার ৬ শত টাকায় কিনে আবার ১ হাজার ৪৮০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৭ শত টাকায় ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এ বছর নদীর বিভিন্ন পয়েন্টে বড় বড় আকারের রুই কাতল, চিতল, বোয়াল ও বাগাইড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেদের ভাগ্যের চাকা ঘুরছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।