বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল। মাছটি দেড় হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে সকাল ১০টার দিকে নেন। এর পর স্থানীয় মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কাতলটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।