Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পাক-ভারত ম্যাচ ১৬ ডিসেম্বর

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের কারণে একাধিকবার পিছিয়ে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টার্ফে গড়াচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। খেলা হবে ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। এশিয়ার শীর্ষ ৫ দেশের সঙ্গে স্বাগতিক হিসেবে এ আসরে খেলছে বাংলাদেশও। ইতোমধ্যে খেলার সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে আগামী ১৬ ডিসেম্বর। এর আগে ১৪ ডিসেম্বর উদ্বোধনী দিনে রাউন্ড রবিন লিগের ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। পরদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজরা। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। ১৯ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টার্ফে নামবে বাংলাদেশ। ২১ ডিসেম্বর একই দিনে দুই সেমিফাইনালের পর হবে স্থান নির্ধারণী ম্যাচও। ২২ ডিসেম্বর হবে ফাইনাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ