Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রিলিয়ন ডলারের পথে দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

২০৩০ সাল নাগাদ দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি ১ ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের মাইলফলকে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময়ে আরো কয়েক লাখ মানুষ কেনাকাটা, খাদ্য সরবরাহ ও অর্থায়নের ক্ষেত্রে ইন্টারনেটের প্রতি ঝুঁকবে। গুগল, সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগকারী টেমাসেক হোল্ডিংস ও পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী শুরুর পর থেকে এ অঞ্চলে ছয় কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারকারীর তালিকায় যুক্ত হয়েছে। ফলে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ কোটিতে। ১১টি দেশের অঞ্চলটিতে ইন্টারনেট-ভিত্তিক অর্থনীতি দ্রুত বড় হচ্ছে। এক্ষেত্রে অঞ্চলটিকে সহায়তা করছে অল্প বয়সী জনসংখ্যা, ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারী এবং নগরায়ণ ও মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনলাইন বাজার ২০২১ সালের শেষ নাগাদ আনুমানিক ১৭ হাজার ৪০০ কোটিতে পৌঁছবে। ২০২৫ সাল নাগাদ এ বাজার ৩৬ হাজার কোটি ডলার ও ২০৩০ সাল নাগাদ ১ লাখ কোটি ডলারে পৌঁছবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিজিটাল অর্থনীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ