মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্য অর্জন এখন লাইফ সাপোর্টে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ শঙ্কা প্রকাশ করেন। সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আবহাওয়া পরিবর্তন ঠেকাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা এখন লাইফ সাপোর্টে। তবে এখনও আশা আছে, কারণ বিশ্ব নেতারা গ্রিন হাউজ গ্যাস নির্গমন ঠেকাতে পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন। সাক্ষাৎকারে কার্বন কমানোর অঙ্গীকারকে প্রবল সম্ভাবনার উল্লেখ করে গুতেরেস বলেন, বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে দরকার তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা। সম্মেলন শেষ হয়ে এলেও এখনও চূড়ান্ত চুক্তির ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। তবে এখনও আশা ছাড়েননি বৈশ্বিক এই অভিভাবক সংস্থার প্রধান। তিনি বলেন, তুমি যখন অতল গহ্বরের দ্বারপ্রান্তে তখন সুদূর ভবিষ্যতের দিকে তাকানো গুরুত্বপূর্ণ নয়। তখন (সেখান থেকে উত্তরণে) প্রথম পদক্ষেপ কী হবে সে আলোচনা গুরুত্বপূর্ণ। কারণ প্রথম পদক্ষেপ ভুল হলে আর দ্বিতীয় অথবা তৃতীয় সুযোগ নাও পেতে পারো। তবে কপ-২৬ এ জাতিসংঘ ঘোষিত তিন অগ্রাধিকার লক্ষ্য অর্জনে দেশগুলো কাছাকাছি আসতে পারেনি বলে জানান তিনি। যার একটি হলো ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেকে নামিয়ে আনা। দ্বিতীয়টি হলো দরিদ্র দেশগুলোকে আবহাওয়া সহায়তা বাবদ ১২ বছরের পুরোনো প্রতিশ্রুতি অনুসারে ১০০ বিলিয়ন ডলার প্রতিবছর অর্থ সহায়তা দেয়া, যাতে তারা অভিযোজন এবং আবহাওয়া পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যয় করতে পারে। গ্লাসগোতে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, এটিই মহাগুরুত্বপূর্ণ সময়। লক্ষ্য অর্জনে সকল জাতির একমত হওয়া নিশ্চিত করতে হবে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।